১ঃ রোগী: স্যার, আপনার মলম কাজ করছে না।
ডাক্তার: মলম ঠিকঠাক লাগিয়েছেন তো?
রোগী: হ্যাঁ স্যার। ঘরের চৌকাঠে লাগিয়েছি।
ডাক্তার: চৌকাঠে কেন?
রোগী: আপনিই তো স্যার বললেন, যে জায়গায় ব্যথা পেয়েছি সে জায়গায় লাগাতে।
২ঃ রোগী: স্যার আমার ওজন কমাতে চাই!
ডাক্তার: সকালে দুটো রুটি, দুপুরে হাফপ্লেট ভাত ও রাতে একটা রুটি খাবেন।
রোগী: স্যার, এগুলো কি খাওয়ার আগে খাবো না পরে খাবো?
৩ঃ রোগী: আমার ভীষণ পেট ব্যথা!
ডাক্তার: আপনার পায়খানা কেমন?
রোগী: গরীব মানুষের পায়খানা আর কেমন হবে স্যার ! তিন পাশে বেড়া, আর সামনে ছেঁড়া চটের পর্দা।
৪ঃ ডাক্তার: আপনি তো সেরেই উঠছেন! এত চিন্তা কীসের?
রোগী: স্যার, আমি যে গাড়ীর সাথে এ্যাক্সিডেন্ট করেছিলাম তার পিছনে লেখা ছিলো, আবার দেখা হবে।
৫ঃ ডাক্তার: এক্স-রে তে দেখলাম আপনার পেটে অনেকগুলো চামচ, কেন বলুন তো?
রোগী: আপনিই তো বলেছেন প্রত্যেকদিন দু’চামচ করে খেতে।
৬ঃ ডাক্তার: আমার Prescription Follow করছেন তো?
রোগী: ওটা Follow করলে আমি মরেই যেতাম!
ডাক্তার: কেন?
রোগী: ওটা যে চার তলার ছাদ থেকে পড়ে গিয়েছিল।