জয়ঢাকি কাতুকুতু লাইব্রেরি
১
ফিজিক্যালি ফিট
-আমাদের বাড়িতে টিভির জন্য সবার পড়ার অভ্যেস চলে গেছে। এক্সারসাইজও করে না।
-আমাদের বাড়িতে সবাই খুব হাঁটে আর পড়ে।
-কী করে করলি?
-খুব ইজি। টিভির স্পিকার ভেঙে দিয়েছি আর রিমোট খারাপ করে দিয়েছি। এখন সব সিনেমার সাবটাইটেল পড়ছে আর মিনিটে দশবার উঠে গিয়ে চ্যানেল পালটাচ্ছে।
২
ডার্থ ভেডার
বল তো, কার কখনো করোনা হবে না?
কার?
ডার্থ ভেডারের।
কেন?
সবসময় মুখোশ পরে। ছেলেমেয়েদের থেকেও দূরে থাকে। সবার সঙ্গে সবসময় সামাজিক দূরত্ব বজায় রাখে। মহাকাশে থাকে।
৩
নতুন ভাষা
৪ সোশাল ডিসট্যান্সিংঃ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ
