জয়ঢাকি কাতুকুতু লাইব্রেরি
নীলাম
একবার একটা লোক নীলামে গিয়ে দেখে একটা দুর্ধর্ষ কাকাতুয়া নীলামে উঠেছে। লোকটা ঠিক করল পাখিটাকে কিনবে। প্রচুর ভিড় জমেছে নীলামে। নানা জিনিস নীলাম হচ্ছে। হতে হতে কাকাতুয়ার পালা যখন এল তখন নীলামওয়ালা বেশ নাটকীয় কায়দায় খাঁচার ওপর একটা কাপড় ঢেকে দিয়ে বলে, “যিনি সর্বোচ্চ নীলাম ডাকবেন তিনি এই কাপড় সরিয়ে কাকাতুয়ার মালিক হবেন।
ওমনি তো ডাকাডাকি শুরু হল। খানিক ডাকাডাকি চলবার পর দেখা গেল নীলামে টিকে আছে সেই লোকটা, আর অন্য একটা লোক। অত ভিড়ের মধ্যে তো কেউ কাউকে দেখতে পাচ্ছে না। শুধু লোকটা যেই একটা দাম বলে ওমনি ভিড় থেকে অন্য লোকটা তার চাইতে একশো টাকা বেশি দর হাঁকে। দুজনেরই জেদ চেপে গেছে। শেষে এমন ডাকাডাকি চলতে চলতে অবশেষে যখন দশ হাজার টাকা দাম উঠল তখন দেখা গেল অন্য লোকটা রণে ভঙ্গ দিয়েছে। বিজয়ী লোকটা কড়কড়ে দশ হাজার টাকা নীলামওয়ালার হাতে গুঁজে দিয়ে খাঁচার ঢাকনা খুলে দেখে পাখিটা ঘুমোচ্ছে।
“এ কী মশাই? বেজায় আলসে পাখি দেখছি! তা কথাটথা বলতে পারে তো?” লোকটা প্রশ্ন করল।
শুনে নীলামওয়ালা বলে, “হ্যাঁ কথা বলতে পারে। তবে আলসে তো বটেই। নইলে আজ বিশ হাজার দর না তুলে থামা হত নাকি?”
“মানে?”
“মানে আর কি!আপনার বিরুদ্ধে ও-ই তো দর হাঁকছিল। নেহাত ঘুমিয়ে পড়ল বলে…”
চোখ গেল
এক জলদস্যুর ইনটারভিউ নেয়া হচ্ছে।
সাংবাদিকঃ স্যার আপনার বাঁ পায়ের জায়গায় একটা কাঠের খুঁটি কেন?
জলদস্যুঃ ইন দ্য ইয়ার ফোর্টি ফোর, কাদাকাসমার সমুদ্র যুদ্ধে আমি জলে পড়ে যাই। তখন একটা হাঙর ও পা টা দিয়ে ব্রেকফাস্ট করেছিল।
সাংবাদিকঃ তো স্যার আপনার ডানহাতটার জায়গায় একটা হুক কেন?
জলদস্যুঃ ইন দ্য ইয়ার ফোর্টি সিক্স, বেথুসেমার যুদ্ধে কর্নেল ল্যাজগোবারিয়ান তলোয়ারের এক কোপে আমার ডান হাতটা কেটে ফেলল।তাই তারপর থেকে ওতে এই হুকটা লাগানো।
সাংবাদিকঃ স্যার আপনার ডান চোখটার জায়গায় একটা কাপড়ের টুকরো লাগানো কেন?
জলদস্যুঃ ইন দ্য ইয়ার ফোর্টি সিক্স, জাহাজের ক্রোজ নেস্টে দাঁড়িয়ে শত্রুজাহাজের সন্ধান নিচ্ছি যখন, ঠিক সেই সময় একটা সি গাল আমার ডান চোখে মলত্যাগ করে।
সাংবাদিকঃ অ্যাঁ! সি গালের মলত্যাগের ফলে আপনার চোখ নষ্ট হয়ে গেল? হাত দিয়ে একটু ঘষে সাফ করে দিলেই তো…
জলদস্যুঃ মাই ডিয়ার সাংবাদিক, আমি ঠিক তাই করেছিলাম, শুধু ভুলে গেছিলাম, ওর সাতদিন আগে আমার ডান হাতের জায়গায় এই হুকটা লাগানো হয়েছে।