টি এস এলিয়টের আরো ছড়া — বিল্লিনামা , গাম্বিড়াল, হালুমবা রামটাম টাগ্গার
জয়ঢাকের ছড়া সংগ্রহ
জেলকলি বিল্লিরা আস জেনো রাতে
জেলকলি বিল্লিরা দল বেঁধে সব
জেলকলি চাঁদ এলে আকাশের ছাতে
জেলকলি নৃত্যের হবে উৎসব
জেলকলি বিল্লিরা সাদা আর কালো
জেলকলি বিল্লির খুদে দেহখান
জেলকলি বিল্লিরা ভারী জমকালো
ভারী মিঠে তাহাদের ম্যাঁও ম্যাঁও গান
জেলকলি বিল্লির হাসিমাখা মুখ
ঘনকালো জেলকলি নয়নের ফাঁদ
জেলকলি বিল্লির ফ্যাশানেই সুখ
আকাশেতে ওঠে যেই জেলকলি চাঁদ
জেলকলি বিল্লিরা ধীরে ধীরে বাড়ে
জেলকলি বিল্লির খুদে দেহখান
থাবা ফেলে জেলকলি নাচ তা-ও পারে
ছাড়ে লাফ মারে পাক দেহ টানটান
আকাশে না আসা তক সাদা চাঁদখান
তারা সবে শুয়ে বসে আরামে কাটায়
গোলাপের জলে ধুয়ে জেলকলি কান
জেলকলি রঙ মাখে নখের আগায়
জেলকলি বিল্লিরা সাদা আর কালো
জেলকলি বিল্লির খুদে দেহখান
জেলকলি চোখে তার চাঁদ হেন আলো
জেলকলি বিল্লিরা নৃত্যে মহান
সকালবেলায় তারা থাকে নিঃঝুম
বিকালেও নিঃঝুম শান্ত বিড়াল
জেলকলি চন্দ্রের যেই ভাঙে ঘুম
দলবেঁধে নেচে ওঠে তাতা থৈ তাল
জেলকলি বিল্লিরা সাদা আর কালো
জেলকলি (যা বলেছি) খুদে দেহখান
ঝোড়ো হাওয়া বয় যদি, নিভে যায় আলো
নেচে ওঠে মুখে ছোটে কালোয়াতি তান
রোদঝরা দিন কেটে হিমঝরা রাতে
জেলকলি চাঁদ এলে আকাশের ছাতে
জেলকলি বিল্লিরা দল বেঁধে সব
জেলকলি নৃত্যের হবে উৎসব মূল ছড়াঃ জেলিক্ল্ ক্যাট
সম্পাদকীয় সংযোজনঃ বেড়াল নিয়ে টি এস এলিয়টের এই যে ভুবনবিখ্যাত কবিতাগুলো জয়ঢাকে পরপর অনুদিত হচ্ছে সেগুলো একটা ব্রডওয়ে মিউজিক্যালের জন্ম দিয়েছিল।তার জেলিকল ক্যাট অংশটার ইউটিউব লিংক সঙ্গে দেয়া হলঃ
মধ্যরাতে মন ভরিয়ে দিলে হে …আজ ঘুম দূরে যা
LikeLike
ধন্যবাদ। এ কাজটা করতে পেরে জয়ঢাকও খুব খুশি।
LikeLike
excellent
LikeLike