অংশুমানের আগের দুটি ছড়া, ভারতবর্ষ
দুটি ছড়া
অংশুমান দাশ
নামগান
ডাল নয়, ডিম দিয়ে তাই রাঁধি ডালনা,
আজ যাব জায়গাটা, তাই নাম কালনা।
চিড়িয়াখানায় বুঝি চিড়িয়ারা খানা খায়?
স্লোগানে সবাই বুঝি slowly slowly গান গায়?
খাতায় এসব যদি লিখে রাখি উত্তর –
দক্ষিণ হাত নেড়ে wrong বলে ধুত্তোর!
ফলাফল
বৃদ্ধ হলে ভীমরতি হয়
সিদ্ধ হলে নরম,
বুদ্ধ হলে সব জানা যায়
যুদ্ধ হলে গরম।
রুদ্ধ হলে প্রাণের বায়ু
ঊর্ধ্বপানে প্রাণ –
কীসের থেকে কী হয়, দাদা
আর কী হিসেব চান?
_____
জয়ঢাকের ছড়া লাইব্রেরি
Advertisements