আসল নকল
শম্ভু সরকার
ইচ্ছে হল খাতায় আঁকি বৃষ্টি ঝরার ছন্দ,
কিন্তু আমি কোথায় পাব সোঁদা মাটির গন্ধ?
রং-তুলিতে বেশ তো আমি এঁকে দিলাম পাখি,
এবার বলো কেমন করে সুরটি তাহার আঁকি?
খাতাভরা প্রজাপতি ফুলে ফুলে ওড়ে,
মিষ্টি মধু যায় কি পাওয়া আপন বাহুর জোরে?
একটা নদী এঁকে দিলাম চাঁদের আলোর নিচে,
হাজার মাথা ঠুকলে কি সে বইবে পিছে পিছে?
পাহাড় ঘেঁষে সূর্য ওঠে আঁকা সহজ আজ,
এই পৃথিবী আলোয় ভরা ভীষণ কঠিন কাজ।
মাঠে চাষি লাঙল চষে আঁকতে মানা নেই,
ঘাম-ভেজা সেই ফসল পাবে আসল মাঠেতেই।
আঁকতে পারি সাদা পাতায় শিশির-ভেজা গাঁ,
পারব কি আর আমি তোমার ধুইয়ে দিতে পা?
তাই তো বলি আজ তোমাদের মনটি দিয়ে শোনো,
সত্যিকারের এই পৃথিবীর তুলনা নেই কোনও।