কথন কতই ঘটে থাকে হাবে-ভাবে
ভাষাতে বোঝানো আর কতটুকু যাবে
আমাদের ব্যবহার বুড়ো আঙুলের
বেড়ালে দেখায় খেল তার লাঙুলের।
ভয় পেলে সরু হয় দু-পায়ের ফাঁকে
‘যুদ্ধং দেহি’ হলে মোটা হয়ে থাকে
এমনি রইলে ভাল আকাশের পানে
চটপট নড়ে যদি মহাসুখ প্রাণে।
অঙ্গুষ্ঠেরও বহু কীর্তি-কলাপ
স্টিকার-বিশ্বে তাই দেখি ছয়লাপ
সরাসরি ‘মোক্ষম’ ‘দিব্যি’ ‘শাবাশ’
তদুপরি নানারূপে আত্মপ্রকাশ।
কোথাও আঙুল বুড়ো ফুলঝুরি-মাখা
কোনখানে ব্যান্ডেজ-বাঁধা সে পতাকা
কখনও আবার যদি পড়ে উলটিয়ে
অর্থাৎ ‘বাদ দাও করা ভুল-টি-এ’
অঙ্গুষ্ঠেরই মাপে ছোট সে নায়ক
রূপকথা আধুনিকে সুখ-প্রদায়ক
তেজ বহু বেড়ালের যেমন লাঙুলে
লেজ-হীন মানুষের-ও বৃদ্ধ আঙুলে
কোনওকালে নাম লবডঙ্কাও ছিল
আজি কোন নাম লব শঙ্কা আছিল
‘থামস আপ’ ইঙ্গ-ভাষীরা বলে থাকে
‘বোতলিত কোলা’ নাম দিলাম তাহাকে।
ছবি- মৌসুমী