মটরশুঁটি, ফুলকপি আর মিষ্টি তেমন নয় তো!
কী জানি ভাই! ভেজাল নাকি? হতেই পারে! হয় তো!
লেপ আর কাঁথায় আরাম কোথায়? মাঝরাতে গা চুলবুল
সকাল বেলা গাছের ডালে ডাকছিল কি বুলবুল?
দূর বোকাটা, কোকিল ওটা ডাকছে কেমন মিষ্টি
আর, চেয়ে দ্যাখ, হলদে পাখি! কুটুম ওটা ইষ্টি!
হাঁসগুলো সব চলল কোথা চাইছ বুঝি জানতে?
দল বেধে সব যাচ্ছে ফিরে সাইবেরিয়ার প্রান্তে
মৌমাছিরা চাক ছেড়ে সব এদিক ওদিক ছুটল
এবার বুঝি রুদ্রপলাশ, আমের মুকুল ফুটল!
বসন্ত এসে গেছে। অনেক রঙ, আলো আর উষ্ণতা নিয়ে। সঙ্গে এসেছে বসন্তের জয়ঢাক। আনন্দে থাকো সবাই এই বসন্তে।
তোমাদের জয়ঢাকি দাদাদিদিরা।