গত সংখ্যার উত্তর
ধাঁধা ১
ধরো বাক্সদের নাম ক, খ, গ। ধরো ক বাক্সে “লাল ও সাদা” মার্বেল লেখা আছে। সেই বাক্স থেকে একটা মার্বেল বের করে দেখ। ধরো সেটা লাল মার্বেল। এখন, তুমি জানো যে লেবেলটা ভুল। তার মানে ক বাক্সে লাল ও সাদা মার্বেল একত্রে থাকবে না। তার মানে সে বাক্সটায় আছে শুধু লাল মার্বেল।
বাকি রইল, খ, গ এই দুটো বাক্স। তাদের গায়ে লেখা “লাল মার্বেল” আর “সাদা মার্বেল”। এবং দুটোই ভুল। এবার, লাল মার্বেল ভরা বাক্স তুমি পেয়ে গেছ। তাহলে খ বাক্সে হয় লাল আর সাদা নাহয় শুধু সাদা হবার কথা। এখন খ বাক্সে লাল আর সাদা থাকলে তো গ বাক্সে সাদা থাকবে, মানে গ বাক্সের লেবেল ঠিক থাকবে। কিন্তু সবকটা লেবেল ভুল। তার মানে গ বাক্সে সাদা মার্বেল নেই। তার মানে খ বাক্সে সাদা মার্বেল আছে। তার মানে গ বাক্সে লাল আর সাদা মার্বেল আছে।
ধাঁধা ২
একটা সুইচ টেপো। দু মিনিট অপেক্ষা করো। তারপর দু নম্বর সুইচ টেপো, দশ সেকেন্ড অপেক্ষা করো। তারপর তিননম্বর সুইচটা টিপে সঙ্গে সঙ্গে ভেতরে গিয়ে তিনটে জ্বলন্ত বাল্এর গায়ে হাত দিয়ে দেখ। সবচেয়ে গ্রমটা প্রথম সুইচে জ্বলেছে, কম গরমটা দ্বিতীয় সুইচে আর সবচেয়ে কম গরমটা তৃতীয় সুইচে।
ধাঁধা ৩
ধাঁধা ৪
বড়ো চাকা থেকে থাকলে ছোটো চাকা ৪ বার ঘুরবে।
ধাঁধা ৫
ধাঁধাছবিঃ ১। এক বুড়ো পাদ্রি প্রার্থনা করছে। ২। ঠিকঠাক লগ আছে দুটো। শুরুতে আর শেষে। মধ্যের অংশটা জ্যামিতির খেলা। গোটা লগ নেই ওখানে।
সুদোকু