প্রথম ধাঁধা
আগুনজ্বলা একটা ডাল নিয়ে তার পুবদিকের ঘাসে আগুন দেবে। পশ্চিমের হাওয়া তাকে তাড়িয়ে নিয়ে তার পুবদিকের জঙ্গল সাফ করে দিলে সেইখানে গিয়ে দাঁড়াবে। অপশ্চিমের আগুন আর এগোতে পারবে না।
দ্বিতীয় ধাঁধা
হ্যাপি বার্থ ডে টু ইউ
হ্যাপি বার্থ ডে টু ইউ
হ্যাপি বার্থ ডে টু আন্নাকালী
হ্যাপি বার্থ ডে টু ইউ
তৃতীয় ধাঁধা
দারোয়ানের প্রশ্নের শব্দে অক্ষরের সংখ্যা ছিল পাসওয়ার্ড। উত্তর হবে পাঁচ।
চতুর্থ ধাঁধা
দারোয়ান কুঠুরিতে ঢুকতেই লোকটা ব্রিজের ওপর দিয়ে চার মিনিট বাইরের দিকে হাঁটবে। তারপর পেছন ঘুরে দুর্গের দিকে ফিরে আসবে। পাঁচ মিনিটের মাথায় দারোয়ানবেরোলে তার কাছে এগিয়ে গিয়ে ভেতরে ঢুকতে চাইবে। দারোয়ান কাগজ চাইলে বলবে নেই। তখন দারোয়ান তাকে ব্রিজ পার করে বাইরে পাঠিয়ে দেবে।
পঞ্চম ধাঁধাঃ দুটো। কারণটা নিজে ভাবো।
ষষ্ঠ ধাঁধাঃ পাসওয়ার্ড ছিল, “একেবারে অন্যরকমের”।
মগজ ধোলাইঃ
১)‘ফেলুদার গোয়েন্দাগিরি’ ২)রোয়িংটন-ব্যারিয়ার ট্রফি ৩)নীল ৪)সিধু জ্যাঠা ৫)‘লন্ডনে ফেলুদা’ ৬)সন্দেশ ৭)গ্রিক ৮)প্রখর রুদ্র ৯)তপেশরঞ্জন দত্ত ১০)‘সোনার কেল্লা’
ড্রুডলের উত্তরঃ ললিপপ ফ্যামিলি হাওয়া খেতে যাচ্ছে।
দেশলাইকাঠির খেলঃ