প্রথম ধাঁধা
প্রথম রাউন্ডঃ অর্ডার দাও কেলুরাম, পিণ্ডারি, হৈহয় , গারুন্টাক,গারুন্টাক।
এবারে যা আসবে তার থেকে গারুন্টাক চিনে ফেললে।
দ্বিতীয় রাউন্ডঃ অর্ডার দাও কেলুরাম, আইলিম, ডুন্ডুভ, দুন্দুভি, দুন্দুভি
এবারে যা আসবে তার থেকে আগের বারের শরবতের একটার সঙ্গে যার রঙ মিলবে সেটা কেলুরাম আর যেটা দুটো আসবে সেটা দুন্দুভি
তৃতীয় রাউন্ডঃ অর্ডার দাও পিণ্ডারি, আইলিম, রামরাজত্ব, প্যাঁদানি, প্যাঁদানি
এবারে যা আসবে তার থেকে প্রথম রাউন্ডের অর্ডারের সঙ্গে মিলিয়ে চিনে ফেল পিণ্ডারিকে, দ্বিতীয় রাউন্ডের অর্ডারের সঙ্গে মিলিয়ে চিনে ফেল আইলিমকে, আর যেটা দুটো আসবে সেটা হবে প্যাঁদানি। যেটা বাকি থাকবে সেটা রামরাজত্ব। আবার প্রথম রাউন্ডে যে কটা শরবত এসেছিল তার মধ্যে যেহেতু হৈহয় বাদে বাকিগুলো চেনা গেছে অতএব হৈহয় কোনটা সেটাও বোঝা যাবে।
তাহলে চেনা গেল—গারুন্টাক, কেলুরাম, দুন্দুভি, পিণ্ডারি, আইলিম, প্যাঁদানি, রামরাজত্ব, হৈহয়।
অতএব এরপর নটা শরবৎ একত্রে এলে আটটাকে চিনে তো ফেলেছই। বাকি যেটা রইল সেটাই ডুন্ডুভ
দ্বিতীয় ধাঁধাঃ
অসীম প্রথমে তার নটা কাপকেকের অবশিষ্টাংশ থেকে তিনটে গোটা কাপকেক বানিয়ে খেল। তাতে তার হাতে এল তিনটে নতুন অবশিষ্টাংশ। আর আগেই তার কাছে একটা অবশিষ্টাংশ বেঁচে আছে। হল চারটে। এর থেকে তিনটে মিলিয়ে সে একটা বানিয়ে খেল। সেখান থেকে রইল একটা কাপ কেকের অবশিষ্টাংশ। হাতে রইল তাহলে দুটো। এবারে সুশান্তর থেকে একটা অবশিষ্টাংশ ইয়ে সে তিনটে দিয়ে একটা গোটা কাপকেক বানিয়ে খেল। রইল একটা অবশিষ্টাংসশ। সেটা সে সুশান্তকে ফেরত দিয়ে দিল।
তৃতীয় ধাঁধাঃ
চারটে দল বানাওঃ
৩ জনের দুটো দল, দুজনের একটা দল আর চার নম্বর দলে শুধু তুমি। চার দল চার রাস্তায় যাও। আদেশ দাও ১৬ ঘন্টার মাথায় সবাই চৌরাস্তায় এসে মিলবে।
ষোলো ঘন্টা পর—
হয় তুমি নিজে সঠিক পথে গেছ।তাহলে সমস্যা মিটে গেল।
অথবা তুমি ভুল গ্রামে গেছিলে। তখন
যদি তিনজনের দলদুটোর সবাই বলে তারা ভুল গ্রামে গেছে, তাহলে দুজনের দলটা স্পাইয়ের দল, এবং তারা ঠিক গ্রামে গেছিল।
তিনজনের কোন একটা দলের একজন যদি বলে সে ঠিক গ্রামে গেছে আর বাকি সবাই বলে তারা ভুল গ্রামে গেছে তাহলে যে ঠিক গ্রাম বলছে সে ঠিক বলছে আরতার দলের বাকি দুজন স্পাই।
তিনজনের দলদুটোর প্রতিটায় একজন যদি অন্য দুজনের থেকে আলাদা কথা বলে তাহলে আলাদা যারা বলছে তারা স্পাই। সেক্ষেত্রে যে দলের দুজন বলছে তারা ঠিক গ্রামে পৌছেছে তাদের পথটা সঠিক।
যদি তিনটে দলের প্রত্যেকটাতেই মতের অমিল হয় তাহলে, যে তিনজনের দলটায় দুজন বলছে তাদের পথটা সঠিক তাদের কথা শুনতে হবে। (উত্তরটা ধাঁধার চেয়েও জটিল-হে হে)
চতুর্থ ধাঁধা
পঞ্চম ধাঁধা ২৫টা।
ষষ্ঠ ধাঁধাঃ কুপি সপ্তম ধাঁধাঃ হুঁকো অষ্টম ধাঁধাঃ দাঁত নবম ধাঁধা মাছ ও লংকা, দশম ধাঁধা আমি ও আমার আবক্ষ ছবি
ড্রুডলঃ শামুকের যুদ্ধযাত্রা
মগজ ধোলাই
১) মোহনবাগান রত্ন ২) স্যার আর্থার কন্যান ডয়েল ৩) উটো ৪) অমল দত্ত ৫) উত্তম কুমার ৬) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ধাঁধা মজা রহস্য লাইব্রেরি এই লিংকে