গত সংখ্যার উত্তরঃ
ধাঁধা
১। টুরিস্ট মিথ্যে বলেছে।দ্বীপবাসী মিথ্যেবাদি হলে সে বলত সে সত্যবাদি। দ্বীপবাসী সত্যবাদি হলেও সে বলত সে সত্যবাদী।
২। বলাবাহুল্য প্রথমজন মিথ্যেবাদি।(১ নং ধাঁধার উত্তর দেখ) । দ্বিতীয়জন যদি মিথ্যেবাদি হয় তাহলে সে সহ তিনজনই মিথ্যে বলছে বা অন্তত দুজন সত্যবাদি বা তিনজনই সত্যবাদি। সেটা সম্ভব নয়। অতএব দ্বিতীয়জন সত্যবাদি। অতএব তৃতীয়জন মিথ্যেবাদি।
৩। TEAPOT
৪। MOBILE
৫। আমিও জানি না।
ড্রুড্ল্
পা ভাঙা মুরগি ডানপায়ে প্লাস্টার পরে হেঁটে গেছে।
কীসের ফটোঃ
চায়ের কাপে চা, বেগুনি বাঁধাকপি
দেশলাইকাঠির খেলঃ
জয়ঢাকের সব ধাঁধা মজা রহস্য একত্রে