গত সংখ্যার উত্তরঃ
ধাঁধাঃ
প্রথম ধাঁধাঃ
পাঁচ লিটারের জগ ভরে জল তোলো। তার থেকে তিন লিটারের জগ ভরে জল ঢাল। তাহলে রইল উ লিটার। এবার তিন লিটারের জগ খালি করে দাও। তাতে ওই দু লিটার জল ঢেলে রাখ। তাতে তাহলে খালি রইল এক লিটার জলের জায়গা। ফের পাঁচ লিটারের জগ ভরে জল তোল। ওর থেকে তিন লিটারের জগের খালি অংশ ভরেজল ঢাল( তার মানে এক লিটার জল ঢালা হবে) তাহলে পাঁচ লিটারের জগে বাকি রইল চার লিটার।
দ্বিতীয় ধাঁধাঃ ৩১ ডিসেম্বর। কথাটা বলা হচ্ছে কোন একটা সালের পয়লা জানুয়ারি। তার মানে গত বছরের ৩০ ডিসেম্বর তার বয়স চলছিল ২৫। ৩১ ডিসেম্বর তার বয়স হয়েছে ২৬। এই সালের ৩১ ডিসেম্বর তার বয়স ২৭ হবে। পরের সালের জন্মদিনে তার আঠাশ বছর বয়স হবে।
তৃতীয় ধাঁধাঃ দশমিক
চতুর্থ ধাঁধাঃ
পঞ্চম ধাঁধাঃ বলা আছে হয় তিনটেই মিথ্যে নয় একটা সত্যি। সোনার বাক্স আর সিসের বাক্সের লেখা একে অন্যের উলটো। অতএব দুটো একসঙ্গে মিথ্যে হবে না। তার মানে এক আর তিনের মধ্যে একটা সত্যি। তার মানে বাকিদুটো মিথ্যে। তার মানে দুই মিথ্যে। তার মানে দু নম্বর বাক্সে (রূপোর বাক্সে) আংটি আছে।
ষষ্ঠ ধাঁধাঃ
ধাঁধাছবিঃ
ড্রুড্ল্- সুমো টি শার্ট পরেছে।
ফোটোঃগ্রাফি এই লিংকে দেখঃ
সুদোকুঃ
জয়ঢাকের সব ধাঁধা মজা রহস্য একত্রে