দেশলাইকাঠির খেল
সঙ্গের ছবিটার প্রত্যেক কর্ণ , রো ও কলাম ধরে ধরে দেশলাইকাঠির কালো মাথা গুনলে তুমি ছবিতে দেখা সংখ্যাগুলো পাচ্ছ।
এবারে কাঠিগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে প্রত্যেক রো-তে ৪ টে করে কালো মাথা, প্রত্যেক কলামে ৪ টে করে কালো মাথা আর প্রত্যেক কর্ণে ৫টা করে কালো মাথা থাকে। তোমার সমাধান কিন্তু একেবারে এইরকমই একটা বর্গাকার ছবি হতে হবে।