প্রথম ধাঁধা
ব্যাট আর বলের মোট দাম যদি পঞ্চাশ টাকা হয় আর ব্যাটের দাম বলের চেয়ে ৪০ টাকা বেশি হয় তাহলে বলের দাম কত।
দ্বিতীয় ধাঁধা
এক বড়োলোক ব্যাবসা শুরু করল। সে ১০ টাকা পার পিস দামে চিরুণি কিনে আনে কলকাতা থেকে আর ব্যাঙ্গালোরে সেগুলো ২ টাকা পার পিস দামে বেচে। এর ফলে কিছুদিনের মধ্যে সে লখপতি হয়ে গেল। কীভাবে?
তৃতীয় ধাঁধা
দৌড় প্রতিযোগিতায় তুমি শেষের জনের চেয়ে দু ধাপ আগে এসে পঞ্চমস্থানের জনের আগের ধাপে শেষ করলে। কজন দৌড়েছিল?
চতুর্থ ধাঁধা
দুই ব্যাটসম্যান ৯৪তে রয়েছে। জিততে লাগবে শেষ তিন বলে সাত রান। দুজনেই সেঞ্চুরি করল। কীভাবে?
পঞ্চম ধাঁধা
আটটা ৯ আর একটা এক দিয়ে ১০০ বানাও
ষষ্ঠ ধাঁধা
রাজা দশটা দুর্গ বানাবে। সবকটা দুর্গ পাঁচটা সোজা দেয়াল দিয়ে জোড়া থাকবে।
প্রত্যেক দেয়াল অন্তত চারটে দুর্গকে ছোঁবে। অন্তত একটা দুর্গের চারপাশেই ওই
দেয়াল ছুঁয়ে যাবে।
সব মিলিয়ে জিনিসটাকে একটা বর্শার ফলার মত দেখতে হবে।
নকশাটা কেমন দেখতে হবে?
সপ্তম ধাঁধা
চারটে কাঠি নাড়িয়ে এগারোটা ত্রিভূজ বানাও
ধাঁধা মজা রহস্য লাইব্রেরি এই লিংকে