প্রথম ধাঁধাঃ
“আজ্ঞে না সার, টাকাটা আমি টেবিল থেকে নিইনি। গীতাঞ্জলীর মধ্যে ভরে রেখেছিলাম। ১৫ আর ১৬ পাতার মাঝখানে, তাও পরিষ্কার মনে আছে। সেখান থেকে বের করেছি।”
শুনেই বুঝে গেলাম লোকটা সত্যি না মিথ্যে কোনটা বলছে। কীভাবে বুঝলাম বল তো?
দ্বিতীয় ধাঁধাঃ
সিনেমাটিনেমা লেজার দিয়ে কীসের গায়ে রেকর্ড করে?
জবাবে ছোকরা লিখেছিল ৫০০৫৫০০ অথবা ১০০৫০০। ঠিক লিখেছিল কি? কেন?
তৃতীয় ধাঁধাঃ
সঙ্গের ভিডিওটাতে সাদা জার্সির খেলোয়াররা ঠিক কতবার বল পাস করেছে বল দেখি?
চতুর্থ ধাঁধাঃ
বাসটা ডানদিকে যাচ্ছে না বাঁদিকে যাচ্ছে?
পঞ্চম ধাঁধাঃ
সে অফিসের ১০০ জন কর্মীর মধ্যে ৯০ জন বাংলা জানে, ৮০ জন হিন্দি জানে আর ৭৫ জন ইংরিজি জানে। তাহলে এ অফিসে সবচাইতে কম করে কতজন তিনটে ভাষাই জানে?