ধাঁধা
ফের একবার সত্যবাদি মিথ্যেবাদি কেস।
১। সে দ্বীপের লোক হয় সত্যবাদি নয় মিথ্যেবাদি। মাঝামাঝি কিছু নয়। সেখান থেকে ঘুরে ফিরে গিয়ে এক টুরিস্ট তার ভাইপোকে গল্প করল, “দ্বীপে নেমেই এক দ্বীপবাসীর সঙ্গে দেখা। সে লোক একগাল হেসে বলে , ‘আমি একজন মিথ্যেবাদি।’”
তা বল দেখি টুরিস্ট সত্যি বলেছে না মিথ্যে বলেছে?
২। আসলে যা ঘটেছিল তা হল, দ্বীপে নেমেই তার সঙ্গে তিনজন দ্বীপবাসীর দেখা হয়েছিল। তাকে দেখেই তাদের একজন দাঁত বের করে হেসে বলে, “আমরা সবাই মিথ্যেবাদি।” অমনি তাদের আরেকজন বলে, “আমাদের মধ্যে কেবল একজন সত্যবাদি।”
৩। শুরুতে টি শেষে টি মধ্যে টি, মধ্যে টি নেই। কী বল দেখি?
৪।
ল্যাজে বিষ ইংরিজি পিত্তি,
মাথায় চেপেছে ক্ষ্যাপা পাবলিক,
মাঝে আছি আমি, যদি খুঁজে পাও,
ল্যাজামুড়ো নিয়ে তুমি যেথা যাও
সংযোগ সাথে চলে ঠিকঠিক
৫। সকালে আকাশে ওড়ে, দুপুরে চানা খায়, সন্ধেবেলা পা ছড়িয়ে কাঁদে আর রাত্রে গাছে ঝোলে? কোন জন্তু জানো?