প্রথম ধাঁধাঃ
একটা পাঁচ লিটারের জগ আছে।আরেকটা তিন লিটারের জগ আছে। ওই দিয়ে চৌবাচ্চা থেকে চার লিটার জল মেপে তুলবে কেমন করে?
দ্বিতীয় ধাঁধা
গত পরশু আমার ২৫ বছর বয়স ছিল। আগামি সালের জন্মদিনে আমার আঠাশ বছর বয়স হবে। আমার জন্মদিন কত তারিখে?
তৃতীয় ধাঁধা
যোগ, বিয়োগ, ব্র্যাকেট , বর্গমূল এমন অজস্র গাণিতিক চিহ্ন আছে তা তো জান। তা ৫ আর ৯ এর মধ্যে কোন গাণিতিক চিহ্ন বসালে ফলটা পাঁচের চেয়ে বড়ো আর নয়ের চেয়ে ছোটো একটা সংখ্যা হবে?
চতুর্থ ধাঁধাঃ
বাঁপাশের ছবিটাকে দুটো টুকরোয় ভাগ করে ফের তাদের জুড়ে ডাইনের ছবিটা বানাতে পারবে?
পঞ্চম ধাঁধাঃ
তিনটে বাক্স আছে। সোনার রুপোর আর সিসের। তিনটে বাক্সের একটাতে রাজকন্যার আংটি আছে। বাক্সগুলোর গায়ে যা লেখা আছে তার তিনটেই মিথ্যে কিংবা একখানা সত্যি। এবারে আংটি খুঁজে বের করলেই রাজকন্যা পাবে। চট করে বের করে ফেল। রাজকন্যা অপেক্ষা করছেন ওই দ্যাখো।
ষষ্ঠ ধাঁধাঃ দেশলাইকাঠির খেলঃ
একটা কাঠি নাড়িয়ে সমীকরণটাকে ঠিক করে দাওঃ