প্রথম ধাঁধাঃ
নিচের বাক্যগুলোর মধ্যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে?
ক। একটামাত্র বাক্যই মিথ্যে
খ। ঠিক দুখানা বাক্য মিথ্যে
গ। কেবলমাত্র তিনটে বাক্য মিথ্যে
ঘ। ঠিক চারটে বাক্য মিথ্যে
ঙ। এই পাঁচটা বাক্যই মিথ্যে
দ্বিতীয় ধাঁধাঃ
উজ্জ্বয়িনীর একটা কিউরিও শপে দুটো প্রাচীন মুদ্রা বিক্রির জন্য এসেছে। প্রথমটার গায়ে একজন রাজার ছাপ দেয়া। তার তলায় দেবনাগরীতে লেখা আছে প্রথম চন্দ্রগুপ্ত। দাবী, সেটি প্রথম চন্দ্রগুপ্তের আমলের মুদ্রা। দ্বিতীয়টার গায়ে একজন রাজার ছাপ দেয়া। তার তলায় দেবনাগরীতে লেখা আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দাবী, সেটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলের মুদ্রা। এদের মধ্যে একটা জাল বলে খবর আছে। কোনটা জাল?
তৃতীয় ধাঁধাঃ
এক পরিবারে প্রত্যেকটা ছেলের যতগুলো ভাই ততগুলো বোন আর প্রত্যেকটা মেয়ের যতগুলো বোন তার দ্বিগুণসংখ্যক ভাই। পরিবারটায় কতজন ভাই আর কতজন বোন আছে?