প্রথম ধাঁধা
জ্ঞান হতে দেখি, একটা ফাঁকা ঘরে পড়ে আছি। পরনে একটা গামছা। সামনে একটা দরজা। পেছনে একটা দরজা। ভেতর থেকে খিল দেয়া।
পেছনের দরজার খিল খুলে ভয়ে পিছিয়ে এলাম। সেখানে একটা ড্রাগন বসে দরজার দিকে আগুন ছুঁড়ছে। গায়ে লাগলেই পুড়ে ছাই।
সামনের দরজার খিল খুলেই ঝলসে গেলাম প্রায়। সেখানে ছাদজোড়া একটা বিরাট লেন্স দিয়ে সূর্যের কড়া আলো এসে পড়ে যা পাচ্ছে তাতেই দাউ দাউ আগুন লাগিয়ে দিচ্ছে।
কোন দরজা দিয়ে পালাব? কেমন করে?
দ্বিতীয় ধাঁধা
“এক্ষুণি একটা খেয়ে নিন। প্রতি আধঘন্টায় একটা করে তিনটে, তারপর প্রতি পনেরো মিনিটে একটা করে চারটে, তারপর ঘন্টায় অর্ধেকটা করে ছটা।”
রাত বারোটায় ওষুধ খাওয়া শেষ হয়ে থাকলে ওপরের পরামর্শটা কটায় দেয়া হয়েছিল?
তৃতীয় ধাঁধা
সূর্যঘড়িতে নড়াচড়া করা জিনিসপত্র সবচেয়ে কম সংখ্যক হয়। সংখ্যাটা হল ০ । কোন ঘড়িতে নড়াচড়া করা জিনিসপত্র সবচেয়ে বেশি সংখ্যক হয়?
চতুর্থ ধাঁধাঃ
পুকুরে কিছু পদ্মফুল ফুটেছে। তাদের ওপর কিছু মৌমাছি উড়ছে। যদি প্রত্যেক মৌমাছি একটা করে পদ্মে মধু খেতে নামে তাহলে একটা মৌমাছি পদ্ম পাবে না। যদি জোড়ায় জোড়ায় মৌমাছি একটা করে পদ্মে নামে তাহলে একটা পদ্ম মৌমাছি পাবে না।
কটা পদ্ম আর কটা মৌমাছি?
পঞ্চম ধাঁধাঃ
নীচের ছবির A চিহ্নিত জায়গায় একটা কাগজের সরু ফালি রেখে মধ্যের লাল চাকাটা ঘড়ির কাঁটার বিপরীতমুখে ঘুরিয়ে দেয়া হল। কাগজের ফালিটা কোনপথে বাইরে বের হবে?