সঙ্গের বর্গক্ষেত্রটা নটা ছোটো বর্গক্ষেত্র দিয়ে গড়া। প্রত্যেকটা বর্গক্ষেত্রে নটা করে ঘর আছে। তাদের কিছু ঘরে কিছু সংখ্যা দেয়া আছে। বাকি ঘরগুলো ১ থেকে নয় এর মধ্যে যে কোন সংখ্যা বেছে বেছে এমনভাবে ভরতে হবে যাতে প্রত্যেক রো, কলাম এবং ৯ খোপের বর্গক্ষেত্রে ১ থেকে ৯ পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা ঠিক একবার করে আসে।