প্রথম ধাঁধাঃ চাঁদ
দ্বিতীয় ধাঁধাঃ বন্দিরা প্ল্যান করেছিল, প্রত্যেক বন্দিই সুইচটা টিপবে, শুধু একই বন্দি যদি দ্বিতীয় দিন সুইচঘরে আসে তাহলে সেদিন সে সুইচটা টিপবে না। তাহলে সুইচ টেপার সংখ্যা একশো নম্বর দিনে যদি নিরানব্বই হয় তাহলে একশো এক নম্বর দিনে যে বন্দি সে ঘরে যাবে যে এর আগে কখনো সে ঘরে এসে না থাকলে “প্রত্যেক বন্দিকে এই ঘরে আনা হয়ে গেছে”। আর সে আগে সে ঘরে এসে থাকলে অন্য কথাটা বলবে।
অথবা সুইচ টেপার সংখ্যা একশো নম্বর দিনে যদি একশো হয় তাহলে একশো এক নম্বর দিনে যে বন্দি সে ঘরে যাবে সে বলবে “প্রত্যেক বন্দিকে এই ঘরে আনা হয়ে গেছে”।
অথবা, সুইচ টেপার সংখ্যা একশো নম্বর দিনে যদি নিরানব্বইয়ের কম হয় তাহলে একশো নম্বর দিনে আসা বন্দি বলবে “এখনো প্রত্যেক বন্দিকে এই ঘরে আনা হয়নি।”
তৃতীয় ধাঁধাঃ পান খেলে।
কুইজের উত্তরঃ
শাপলা, রবীন্দ্রনাথ, চণ্ডিগড়, (পুর্ণিমা, অমাবস্যা, মা, স), (দিন, রাত, দি, ন), (জোড় বেজোড়),জল
পরিতোষ, কাশ ,গুণ
মগজ ধোলাই
১) অহল্যা ২) দৈনিক জয়ঢাক ৩) নিম ডাল ৪) বারোয়ারী ৫) কোজাগরী লক্ষ্মীপুজো ৬) শচীন তেন্ডুলকার
কীসের ফটোঃ
আণুবীক্ষণিক গণ্ডারপোকা টারডিগ্রেড।
ড্রুডলঃ বড়ো একা লাগে—
সব ধাঁধা মজা রহস্য একসঙ্গে এইখানে