প্রথম ধাঁধাঃ
গত পরশু তোমার বয়েস ছিল সাত। আগামি বছরের জন্মদিনে তুমি দশ বছরেরটি হবে। তোমার জন্মদিন কত তারিখে?আজ কত তারিখ?
দ্বিতীয় ধাঁধাঃ
একটা অন্ধকার ঘরে বসে আছ। একটাই দেশলাই কাঠি আছে সঙ্গে। ঘরে আছে একটা খবরকাগজ, ফায়ার প্লেসে কাঠ আর একটা মোমবাতি। কোনটা তুমি প্রথমে জ্বালাবে?
তৃতীয় ধাঁধাঃ
তিনটে হাতি আছে। তাদের প্রত্যেকের পেটের ব্যাসার্ধ ছ ফুট। তাদের একটা উপবৃত্তাকার ছাতা আছে। তার ব্যাসার্ধ ছ ফুট। শ্রাবণ মাসের এক দুপুরে তারা তিনজন ঘেঁষাঘেঁষি করে ছাতাটার নীচে দাঁড়িয়েছিল। একজনও ভিজছিল না। কেমন করে?
চতুর্থ ধাঁধাঃ
লোকটা মাঠের মধ্যে মরে পড়ে ছিল। সারা শরীর থেঁতো হয়ে গেছে। পাশে একটা মুখ বন্ধ ব্যাগ। ব্যাগটায় কী থাকতে পারে?