প্রথম ধাঁধাঃ
এই ছবিটা যদি একটা ধাঁধার উত্তর হয় তাহলে ধাঁধাটা কী হবে বল?
দ্বিতীয় ধাঁধা
আমায় দেখতে চাইবি যখন দেখতে পাবি না। যখন দেখবি তখন আর কিছু দেখতে পাবি না। প্রায়শই মিথ্যে বলি, তবু কখনো কখনো সত্যিও বলি। ডানা নেই তো কী হয়েছে, আমি চাইলে তুই উড়তে পারবি ঠিক।
তৃতীয় ধাঁধাঃ
নীচের বাক্যগুলোর মধ্যে কোনটা সত্যি?
১। এই বাক্যগুলোর মধ্যে মিথ্যে বাক্যের সংখ্যা এক
২। এই বাক্যগুলোর মধ্যে মিথ্যে বাক্যের সংখ্যা দুই
৩। এই বাক্যগুলোর মধ্যে মিথ্যে বাক্যের সংখ্যা তিন
৪। এই বাক্যগুলোর মধ্যে মিথ্যে বাক্যের সংখ্যা চার
চতুর্থ ধাঁধা
গতবার সপ্তমী পুজোর সকালবেলার ঘটনা। পুজো করতে বসে দুধ কম পড়েছে। ঠাকুরমশাই মঞ্চ থেকে বেজায় চিৎকার করছেন। দেখে আমি বাঘাকে নিয়ে একটা ঘটি হাতে পাড়ার এক গয়লার বাড়ি গিয়ে বললাম, কাকা এক সের দুধ দাও দেখি। কাকা সবে তখন দুটো গাই দুয়ে উঠেছে। বালতি ভর্তি দুধ। তা থেকে এক সের দুধ মাপতে গিয়ে চিত্তির। দেখা গেল, দুটো পাত্র আছে সামনে। একটা তিনসেরি আর একটা পাঁচসেরি। দেখে বাঘা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ওই দিয়েই ঠিক এক সের দুধ মেপে নিল। কীভাবে হল?