শুভ নতুন বছর ১৪২৬।
নতুন বছরে তোমাদের জন্য একটা সুন্দর উপহার বানিয়েছে তোমাদের জয়ঢাকি দাদাদিদিরা মিলে। সে বেজায় মজার জিনিস। একখানা দারুণ ফোটোগ্রাফ। রূপকথার ফটো। এইবার সেই ফটোকে নিয়ে গল্প গড়েছে ছয় কলমঃ
নন্দিতা মিশ্র চক্রবর্তী, অরিন্দম দেবনাথ, অনুষ্টুপ শেঠ, সুস্মিতা কুণ্ডূ, শাশ্বতী চন্দ, পিয়ালী চক্রবর্তী
মাঝখানে সেই ছবি আর তাকে ঘিরে ছয় গল্প নিয়ে তৈরি হল নববর্ষের পোস্টার। যে পোস্টার শুধু দেখবারই নয় , সেই সঙ্গে সঙ্গে পড়বারও।
ইচ্ছে হলে পর্দায় রাখো, ইচ্ছে হলে এক ফুট চওড়া, দেড় ফুট লম্বা কাগজে ডিজিটাল প্রিন্ট নিয়ে দেয়ালে টাঙাও কিংবা বন্ধুকে উপহার পাঠিয়ে দাও নববর্ষের জয়ঢাকি পোস্টার। পর্দায় একটু ছোটো ছোটো হরফ দেখাবে অবশ্য। তাতে চিন্তা নেই। ছবিতে রাইট ক্লিক করে সেভ করে নাও। তাহলেই যতখুশি বড়ো করে দেখতে পাবে।