কোহলিমাহীকথা
প্রকল্প ভট্টাচার্য
নীল জামা পরে হাতে ব্যাট ধরে
নেমেছে কোহোলি মাহি রে,
ওহো, বল সব যাচ্ছে মাঠের বাহিরে।
যাবত বোলার তাবড় তাবড়,
পাগলের পারা কাঁপে থরোথরো
কালিমাখা মুখে অধিনায়কের
দুর্দশা দেখ চাহি রে!
ওই শোনো শোনো বক্সেতে বসে
কী কমেন্ট করে ভাজ্জি রে!
ব্যাটিং তো নয়, যেন দেওয়ালির বাজি রে!
ফের একটা ছয়! হুঁশে নেই কেউ,
গ্যালারি জুড়েই মেক্সিকো ঢেউ
দরো দরো ঘেমে, ফিল্ডার বল
কুড়োতে নয়কো রাজি রে ,
ব্যাটিং তো নয়, যেন দেওয়ালির বাজি রে!
ওই ভাঙে শোনো রেকর্ড এখনো,
ইডেনই হোক বা মোহালি,
যেকোনো টিমের আজ হয়ে যেত ও হালই।
পুরোনো কাগজ খুঁজে দেখ দেখি,
কখনো এমন কেউ খেলেছে কি!
ধোনিরও যেমন মারমূখী ফর্ম,
তেমনি বিরাট কোহলি।
যেকোনো টিমের আজ হয়ে যেত ও হালই।
বিপক্ষ, তোরা যাস নে গো তোরা
যাস নে মাঠের বাহিরে।
বাকি কটা রান, খেলা বেশি আর নাহি রে।
হেরো হেরো কেউ দেব না আওয়াজ,
টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন আজ
দর্শকগণ খুশীতে মগন,
গ্যালারিতে দেখ চাহি রে!
জয়ঢাকের ছড়া সংগ্রহ