বেগুনি
অমিতাভ প্রামাণিক
তুমি কেমন তেলে স্নান করো, বেগুনি!
আমি বেবাক খেয়ে গুনি, কেবল গুনি।
তুমি কেমন তেলে…
গলির মোড়ে দোকান ফেলে ছেয়ে,
ভোরের খাওয়া যাই সেখানেই খেয়ে।
বাসন ফেলে বাস ধরে যাই ধেয়ে!
অফিসে রোজ বসের ঝাড় শুনি।
তুমি কেমন তেলে…
মনে করি অমনি তেলে তাই
বসকে ভেজে বেগুনি বানাই!
ভাজতে যে চাই, তেলের দামে বাধে,
সাধ্য যে নাই, যতই থাকুক সাধ এ!
খাতায় লিখে হরেকৃষ্ণ রাধে
বৌদিকে দিই অনেক দাঁতখিঁচুনি!
তুমি কেমন তেলে…
জয়ঢাকের ছড়া সংগ্রহ