আগের প্যারডিগুলো
ও আমার দাদুর নাতি
দেবজ্যোতি ভট্টাচার্য
ও আমার দাদুর নাতি
আমার কাকা তোমার মামা
তোমাদের দরদালানে
দিইছি হামা
ও আমার দাদুর নাতি
আমার কাকা তোমার মামা
তুমি কাঠির মত শুঁটকো ছিলে
তোমার ধামা হেন মস্ত পিলে
তোমার ওই শুষ্কগড়ণ
খ্যাংড়ামূর্তি মর্মে আঁকা
ও আমার দাদুর নাতি
তোমার মামা আমার কাকা
তুমি মামার মুখে নামতা শুনে
তিন পনেরোয় পঁচিশ গুণে
খেতে কিল সকাল দুপুর
থাকতো দুচোখ অশ্রুমাখা
ও আমার দাদুর নাতি
তোমার মামা আমার কাকা
জয়ঢাকের ছড়া সংগ্রহ
emojir option thakle bhalo hoto…ki bolbo 🙂
LikeLike