দুর্গম দ্বীপের রহস্য। সলিল মিত্র। ২৫ টাকা। প্রকাশকঃ গঙ্গা মুদ্রণ। ৫৪/১বি শ্যামপুকুর স্ট্রিট। কল-৪। ৯৮৮৩২৫৯০৫৭
কাহিনীর শুরু আমেরিকায়। সেখান থেকে জাহাজে দেশে ফিরছে আমাদের নায়ক। বাঘশিকারী অ্যাডভেঞ্চারপ্রিয় সেই তরুণ ডাক্তারের বুকে দুর্জয় সাহস। প্রকৃতিও তাই তাকে হয়ত দিতে চান নতুন, বুক কাঁপানো অ্যাডভেঞ্চারের স্বাদ। অতএব মাঝসমুদ্রে জাহাজডুবি। যে দ্বীপে গিয়ে উঠল সেই তরুণ সেখানে তার জন্য অপেক্ষা করছিল একটা অভূতপূর্ব, ভয়ঙ্কর বিপদের হাতছানি। একসময় সে বুঝতে পারল, কোনো জাহাজের পক্ষেই তাকে উদ্ধার করা সম্ভব নয়। কেন? রোমাঞ্চকর এই অ্যাডভেঞ্চারের পরবর্তী ঘটনাগুলোর একটা লাইনও আর বলে দিলে পড়বার উত্তেজনা মার খেতে বাধ্য। অতএব স্টোরিলাইন এইটুকুই রইল। সেইসঙ্গে সামান্য ইঙ্গিতঃ ১৯২৪ সালে প্রকাশিত রবার্ট কনেল-এর “দ্য হাউন্ডস অব জারফ” নামের কাহিনীটা পরবর্তীকালে বহু কাহিনী ও চলচ্চিত্রের মূল সূত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। আলোচ্য কাহিনীটিও তার ব্যতিক্রম নয়। কিন্তু অসামান্য নৈপুণ্যে সেই কাঠামোর সঙ্গে জুড়ে দেয়া হয়েছে কিছু অভাবিত উপাদান, যা এই কাহিনীর উপভোগ্যতাকে একটা অন্য মাত্রা দেয়।
আলোচনা করেছেনঃ দেবজ্যোতি ভট্টাচার্য