পাশের বাড়ির পুষি
মৃত্যুঞ্জয় হালদার
পাশের বাড়ির পুষি
আমার বাড়ি আসে,
আদুরে ডাক দেয়
একটু বসে পাশে।
নাম দিয়েছি শশী
দেখতে সাদা তাই
ডাকলে দূরে যায়
কাছেতো আর নাই।
পাশের বাড়ির দিদি
সেবার বিদেশ গেলে,
শশীর ভার আমার হাতে
দিলেন ডেকে তুলে।
সেদিন থেকে ঘরে
খাবার সময় হলে,
যাক না যতই দূরে
ডাকলে আসে চলে।
খাওয়ার শেষে শশী
জানলা দিয়ে ঢুকে,
কী জানি কী খোঁজে
দুঃখী দুঃখী মুখে।
ছয়টি মাসের পর
ফিরল দিদি শেষে
তবুও শশী খাবার সময়
দৌড়ে কাছে আসে।