কিছুদিন আগেই পাখি দেখতে গেছিলাম সাঁতরাগাছি ঝিল পারে। সেখানে অনেক রকমের পাখি থাকলেও নজর কাড়ে সরাল নামের এই পাখিগুলি। ঝিলের মাঝখানের ছোটো-ছোটো দ্বীপগুলোয় ঝাঁকে ঝাঁকে চুপটি করে পিঠের মধ্যে মুখ গুঁজে বসে কিছু সরাল ঘুমোচ্ছিল। কিছু কিছু ঝাঁক বেঁধে জলে খেলছিল আর ঝগড়া করছিল। কয়েকটা আবার একা একা পানার ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াচ্ছিল – শামুক, পোকামাকড়, ব্যাঙ ধরে খাবার আশায়।
এর ইংরেজি নাম হল Lesser Whistling Teal. নাম থেকেই এদের ডাকের ধরণ আন্দাজ করা যায়। তবে ঝাঁকে যখন এরা ঝগড়া করে, তখন সেই ‘whistle’ ‘কিচির্-মিচির্’-এর মত শোনায়। বাদামি রঙের এই পাখিগুলির চোখে হলুদ বর্ডার থাকে। ঠোঁটটা কালো।
সমগ্র ভারতবর্ষেই এদের দেখা মেলা সম্ভব। তবে শীতকালের যেকোন একটি দিনে সাঁতরাগাছি ঝিলে “Appointment” নিয়ে রাখলে, এদের দর্শন নিশ্চিত।
ছবিঃ লেখক