ব্যাংককের ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের জুতো কারখানা
অরিন্দম দেবনাথ
ব্যাংককের বাংপু ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে এখন একটা নতুন কারখানা করার জায়গা পাওয়া প্রায় অসম্ভব। আর সেই ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ভেতরেই কিনা মেশিনপত্রসহ আস্ত একটা জুতো কারখানা পড়ে আছে তালা বন্ধ হয়ে!
বেশ কয়েকবছর আগে এই জুতো কারখানার ভেতরে একটা এয়ার কম্প্রেসার মেশিন ফেটে গিয়ে বহু শ্রমিক হতাহত হয়। তারপরও কারখানার মালিক কারখানায় কাজকর্ম চালু রাখেন। কিন্তু একের পর এক শ্রমিক কারখানা ছেড়ে পালাতে শুরু করে। কারণটা? শ্রমিকরা নাকি প্রায়শই কারখানার কোনা ঘুপচিতে মৃত সহকর্মীদের ছায়া ছায়া আকার দেখতে শুরু করে। খানিক দেখা দিয়েই হারিয়ে যায় অপঘাতে মৃত শ্রমিকেরা। কারখানায় ঘটতে থাকে একের পর এক ভূতুরে কাণ্ড। বন্ধ মেশিন আপনা থেকে চালু হয়ে যায়। এই কারখানার কাজ করার জন্য কোন শ্রমিকই আর পাওয়া গেল না। তারপর একদিন কোণ অজানা আতঙ্কে কারখানার মালিক কারখানার ছাদে উঠে নিজের মাথায় নিজে গুলি করে আত্মহত্যা করে। জুতো ভর্তি কারখানা শুধু পরিত্যক্ত অবস্থাতেই পড়ে নেই। অশরীরিদের ভয়ে কেউ ওই কারখানার ধারে কাছেও যায় না। যাবে নাকি দেখতে?
জয়ঢাকের ভূতের আড্ডা