কালি, কলম মন, লেখে তিনজন। এই কি সত্যিই চিরকেলে গল্প গড়ার পথ?
উঁহু। কালি কলম যখন ছিল না, সেই আদি যুগেও মন তো ছিলই। আর মন থাকলেই কল্পনা। কল্পনা থাকলেই গল্প। গল্পের শুরু তাই মুখে মুখে। সন্ধেবেলায় ঠাকুমাকে ঘিরে নাতিনাতনীরা, কিংবা ধরো গ্রামের বটগাছের নীচে মাদুর পেতে বসা সেই বৃদ্ধ গল্পকথক।
এখন নতুন যুগের নতুন যন্ত্রেরা ফের একবার ফিরিয়ে আনছে গল্পকথকদের। এক খুদে গল্পবলিয়ে তাই সেই যন্ত্রের পথে হাজির তোমাদের তার নতুন গড়া গল্প শোনাতে। এখনো সে লিখতে জানে না ভালো করে। তবে হ্যাঁ রসিয়ে গল্প বলতে তার জুড়ি নেই কোনো।
শুনেই দেখো শুধু!
খুব মিষ্টি
LikeLike
arrri bbbas daroon golpo to – golpo dadu tomak onnek ashirbaad valo theko sona
LikeLike