সাইট এবারে অনেক বড়ো হয়েছে। জায়গা লাগছে প্রচুর। একটা নিরাপদ, পেশাদারিভাবে চালানো আন্তর্জাতিক প্রভাইডারের কাছ থেকে সে-জায়গা ভাড়া করবার বার্ষিক পরিমাণ নেহাত কম নয়। বাড়ছে আনুসঙ্গিক খরচও। কম্পোজ, প্রুফ, ইলাসট্রেশন, মেক আপ, অডিও ভিডিও কন্টেন্ট তৈরি এই সবকিছুর জন্য খরচ কিছুটা হয়ই। অথচ পত্রিকাটা একেবারে বিনিপয়সাতেই আপনাদের হাতে তুলে দিই আমরা, কারণ পৃথিবীতে চারটে খাঁটি জিনিস বিনিপয়সায় মেলে – আলো, হাওয়া, জল আর জয়ঢাক।
পড়ে ভালো লাগলে এবং দেবার সামর্থ্য থাকলে যতটুকু উচিৎ মনে হবে তা পাঠিয়ে দিলে আমাদের সুবিধে হবে। নীচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেয়া রইল। জোরাজুরি নেই অবশ্য। কিছু না পেলেও জয়ঢাক আমরা বাজিয়ে যাবই। আনন্দ পাই যে।
ভালো থাকুন।
|
|
অজস্র ধন্যবাদ শ্রী রঞ্জন রায়। আপনার সাহায্য আমাদের কাজে আসবে।
LikeLike
অজস্র ধন্যবাদ শ্রী শুভময় মিশ্র। আপনার সাহায্য আমাদের কাজে আসবে।
LikeLike