বিষ্ণুপুর সাহিত্য প্রতিযোগিতা- সেরা ছড়া
চলো বাঁকুড়ায়
কান্তিলাল দাস
মন যদি চায় চলো বাঁকুড়ায়,– শহর বিষ্ণুপুরে
দেখি মন্দির… টেরাকোটা কাজ– চলো দেখি ঘুরে ঘুরে ।
বীর হাম্বির, মল্ল সে রাজ চারশ বছর আগে
যে রসমঞ্চ গেছেন বানিয়ে দেখে বিস্ময় জাগে !
দেখি মন্দির শ্যামরায় আর রাধেশ্যাম, কালাচাঁদ
মদনমোহন মন্দিরও দেখি, জাদুঘর কেন বাদ !
দলমাদল সে কামানটি দেখি, দেখি রথ পাথরের
লালবাঁধ দেখি, জানি ইতিহাস– করুণ কাহিনী এর ।
চলো পাঁচমুড়া, পোড়ামাটি ঘোড়া…শিল্পের গরিমাকে
দিই মর্যাদা দাম দিয়ে কিনে বেড়ানোর এক ফাঁকে ।
হলে শণিবার ‘পোড়ামাটি হাটে’ পাব তো এসব জানি
ডোকরা শিল্প…চলো আনি কিনে বালুচরি শাড়িখানি ।
চলো শুশুনিয়া হিমালয় চেয়ে প্রাচীন পাহাড়ে উঠে
করি হইচই কিশোর যেন বা মজা নিই লুটেপুটে ।
বাঁকুড়ায় চলো, চলো বাঁকুড়ায় শীতের আমেজে ছুটে ।
জয়ঢাকের সমস্ত ছড়া সংগ্রহ