জয়ঢাক প্রকাশন বিভিন্ন শ্রেণীর বই করতে আগ্রহী থাকে।
এখান থেকে বই প্রকাশের পরপর ধাপগুলো এই:
১। আপনার প্রস্তাবিত বইটির বিষয়ে দু একটি অনুচ্ছেদে লিখে এবং সেইসঙ্গে পাণ্ডুলিপির দুটি অধ্যায় বা দুটি গল্প বা তার অংশ(সর্বোচ্চ৫০০০ শব্দ) আ্যটাচ করে এই ঠিকানায় একটি চিঠি পাঠাতে হবে:
joydhakbooks@gmail.com
বইটির আনুমানিক আয়তন কত হবে তার একটা আন্দাজও দিতে হবে মেইল-এ।
২। সেগুলি দেখে, প্রয়োজনবোধে , দ্বিতীয় ধাপে আমরা সম্পূর্ণ পাণ্ডুলিপি পাঠাবার অনুরোধ করব। জমা করবার ১২০ দিনের মধ্যে সে অনুরোধ না গেলে আপনার প্রস্তাবটি গৃহীত হয়নি বলে জানবেন।
৩। পাণ্ডুলিপি দেখে তার বিক্রয়যোগ্যতা এবং সাহিত্যিক গুরুত্ব একসঙ্গে বিচার করে আমরা সিদ্ধান্ত নেব বইটি আমরা নিজেদের খরচে প্রকাশ করব না আপনাকে তার প্রথম প্রকাশের ব্যয়ভার বহন করতে হবে।
৩। উভয় ক্ষেত্রেই এরপর আপনাকে আমাদের প্রস্তাবটি নির্দিষ্ট ফর্মে আপনাকে পাঠাব।
৪। তাতে আপনি সম্মতি দিলে পরবর্তী পদক্ষেপগুলো নেয়া হবে।
৫। প্রতিটি বই আমরা আই এস বি এন সহ প্রকাশ করি।
৬। প্রতিটি বই আমাদের নিজস্ব ওয়েবস্টোর, আমাজন ও অন্যান্য ওয়েবস্টোর থেকে ও কলেজ স্ট্রিটে আমাদের পরিবেশকের মাধ্যমে পরিবেশন করা হয়।
৭। এ বিষয়ে যে কোনো প্রশ্নের জন্য ওপরে বলা মেইল আইডিতে মেইল করতে পারেন।
যা করা বাঞ্ছনীয় নয়
১। দয়া করে জমা করা পাণ্ডুলিপি বিষয়ে টেলিফোন, হোয়াটস আ্যপ বা সোশাল মিডিয়ায় যোগাযোগ করবেন না। অফিশিয়াল মেইল আইডি বই প্রকাশ বিষয়ে আমাদের একমাত্র যোগাযোগ মাধ্যম।
২।পাণ্ডুলিপির সঙ্গে সিভি, বায়োডেটা ইত্যাদি না পাঠাবার অনুরোধ রইল। আপনার বইটি যদি আমরা প্রকাশ করি তখন্তা আমরা যথাসময়ে চেয়ে নেব।